কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল নিজস্ব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি বলেন, “সংখ্যালঘু নারীর ওপর নির্যাতনের ঘটনাটি নৃশংস এবং অমানবিক। এটি মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।”
বিবৃতিতে মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, “এই ঘটনায় একদল কুচক্রী রাজনৈতিকভাবে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। অতীতে যেমন সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল করে দোষ চাপানো হতো বিরোধীদের ওপর, এখনো তেমন চক্রান্ত অব্যাহত রয়েছে।”
তিনি অভিযোগ করেন, “মুরাদনগর এলাকায় একজন সরকারি উপদেষ্টা নিজের প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন। ফলে সমাজবিরোধী বিভিন্ন অপকর্মে দুষ্কৃতকারীরা উৎসাহ পাচ্ছে। তাদের পেছনে দেশ-বিদেশ থেকে নানা উৎস থেকে সহযোগিতা আসছে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।”
মির্জা ফখরুল বলেন, “নারীর প্রতি সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এই ধরনের ঘটনার মাধ্যমে যে সমাজে আতঙ্ক ও অস্থিরতা তৈরি হয়, তা আমাদের কারোই কাম্য নয়।”
তিনি নির্যাতনের শিকার ওই নারীর নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
মন্তব্য করুন