ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা চেকিংয়ের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে একটি ম্যাগাজিন (বুলেট রাখার অংশ) পাওয়ার ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
ব্যক্তিগত ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ জানান, ভোরে প্যাকিং করার সময় একটি ম্যাগাজিন ভুলবশত ব্যাগে থেকে যায়। তার ভাষায়, “অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও আরেকটি ম্যাগাজিন ব্যাগে রয়ে গিয়েছিল, যা স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে। পরে আমি তা আমার ব্যক্তিগত প্রটোকল কর্মকর্তার কাছে দিয়ে দেই।”
তিনি আরও উল্লেখ করেন, “নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র রয়েছে। গণআন্দোলনের সময় আমার ওপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। সরকারি নিরাপত্তা না থাকায় নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য অস্ত্র রাখা যুক্তিযুক্ত।”
ঘটনাটিকে অনিচ্ছাকৃত উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “এটা পুরোপুরি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। শুধু একটি ম্যাগাজিন দিয়ে কিছুই করা সম্ভব নয়। যদি ইচ্ছা করে কিছু করতাম, তবে অস্ত্রটিও সঙ্গে থাকত।”
প্রসঙ্গত, আসিফ মাহমুদ মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশগ্রহণের উদ্দেশ্যে রোববার ভোরে দেশ ত্যাগ করেন।
তবে এই ঘটনার পর সংবাদমাধ্যমে চাপ দিয়ে রিপোর্ট সরানোর অভিযোগও উঠেছে, যা তিনি সরাসরি অস্বীকার করেছেন। তার ভাষায়, “আমি এবং আমার টিম টানা ১০ ঘণ্টার ফ্লাইটে ছিলাম। ট্রানজিট শেষে ইন্টারনেটে এসে দেখি বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কারো নিরাপত্তা ঝুঁকি থাকলে নিয়ম মেনে তিনিও অস্ত্রের লাইসেন্স নিতে পারেন।”
মন্তব্য করুন